আটকে আছে ৫৪ কোটি টাকার কাঁচামাল : কারখানা বন্ধের সিদ্ধান্ত

KPPL1স্টকমার্কেট ডেস্ক :

চট্টগ্রাম সমুদ্র বন্দরে আটকে থাকা ৫৪ কোটি টাকার কাঁচামাল ছাড় করতে না পারায় খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের কারখানা বন্ধ করে দিয়েছে কোম্পানিটির পরিচালনা বোর্ড। এক ধরণের অনিশ্চয়তার পড়ে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, সূত্র জানায়, গতকাল সোমবার কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয় কোম্পানিটি।

উচ্চ আদালতের আদেশ স্বত্তেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পণ্য ছাড় দিচ্ছে না। অন্য দিকে কোম্পানির বন্ড লাইসেন্স নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এনবিআর সহযোগিতা না করা, কাস্টম কতৃপক্ষের গাফিলাতি ও চট্টগ্রাম বন্দরে কোম্পানির কাঁচামাল দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে।

এই আগে উচ্চ আদালতের মামলার কারণে কোম্পানির কাঁচামাল আমদানি বন্ধ করে দেওয়া হয়। যা এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

কোম্পানিটি জানায়, উচ্চ আদালতের আদেশ স্বত্তেও কাস্টমস কতৃপক্ষ ৫৪ কোটি টাকার কাঁচামাল ছাড় না দেওয়ায় কোম্পানিটি বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই অবস্থায় সাময়িকভাবে কোম্পানির উৎপাদন বন্ধ ছাড়া কোনো উপায় নেই।

হাইকোর্টের আদেশ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশের পরও এসব সমস্যা সমাধান করে কাঁাচামাল ছাড় দিচ্ছে না এনবিআর ও কাস্টমস।

স্টকমার্কেটবিডি/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *