মৃত পরিচালকের শেয়ার পাচ্ছেন অন্য পরিচালকরা

zahinস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং মিলস লিমিটেডের এক পরিকালকের মৃত্যুর পরে তার শেয়ারগুলো পাচ্ছেন কোম্পানিটির অন্য পরিচালকরা। তবে এক্ষেত্রে উচ্চ আদালতের অনুমতি নিতে হবে। সোমবার ডিএসই সূত্র এ তথ্য জানা যায়।

জাহিন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালকের মৃত্যুর আগে ১,৩৪,৩২,০০০ শেয়ার ছিল। পরবর্তীতে ঘোষিত বোনাস শেয়ার এই শেয়ারের সাথে যোগ হয়ে শেয়ারের পরিমাণ দাঁড়িয়েছে ১,৪৭,৭৫,০০০ শেয়ার।

পরিচালক বদরুজ্জামান খসরুর আকষ্মিক মৃত্যুর পরে উনার হাতে থাকা ১,৪৭,৭৫,০০০ শেয়ার পাবেন একই কোম্পানির অন্য ৪ পরিচালক।।

কোম্পানিটির পরিচালক মিসেস ফরিদা খানম পাবেন ১৮,৪৬,৯০০টি শেয়ার। আরেক পরিচালক মাহমুদুর রহমানের ৫১,৭১,৩২০ ও মাহমুবুর রহমানের ৫১,৭১,৩২০ ও মাসুমা খান পাবেন ২৫,৮৫,৬৬০টি শেয়ার।

তবে হাইকাের্টের অনুমতি নিতে হবে কোম্পানিটির পরিচালনা বোর্ডকে। উচ্চ আদালতের অনুমতি স্বাপেক্ষে ৩০ কর্ম দিবসের মধ্যে এসব শেয়ার স্থান্তার পক্রিয়া সম্পন্ন হবে বলে ডিএসই জানিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *