আবুল হোসেন আইসিবির নতুন এমডি

icb logoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কর্মসংস্থান ব্যাংকের এমডি আবুল হোসেনকে আইসিবির এমডি করেছে সরকার।

সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হককে রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আর কর্মসংস্থান ব্যাংকের এমডি আবুল হোসেনকে আইসিবির এমডি করা হয়েছে।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তাতে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা এই নতুন দায়িত্ব পালন করবেন।

আইসিবিতে যোগ দেওয়ার আগে সানাউল হক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। তার আগে তিনি অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন।

এ ছাড়া তিনি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এবং রাকাবের মহাব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।

অন্যদিকে আবুল হোসেন ২০১৭ সালের ১২ জুন কর্মসংস্থান ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন।

তার আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *