আমাদের অর্থনীতির সামগ্রিক অবস্থা ভাল: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‌‌‘পৃথিবীর অন্য দেশের মতো মধ্য আয়ের ফাঁদে পড়বে না বাংলাদেশ। আমাদের সে সুযোগ নেই। আমাদের অর্থনীতির সামগ্রিক অবস্থা ভাল। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৪১ অনুযায়ী আমরা সব কাজ করে যাচ্ছি।’

অর্থমন্ত্রী আজ বুধবার ক্রয় সংক্রান্ত কমিটির ভার্চুয়াল সভা শেষে অনলাইন ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

ডলারের দাম ৮৬ টাকায় উঠেছে। কার্ব মার্কেটে প্রতি ডলার ৯০ টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘ডলারের দাম আর বাড়ার সম্ভাবনা নেই। রপ্তানি ও আমদানি বেড়ে যাওয়ায় সম্প্রতি ডলারের দাম বেড়েছে। আমাদের ফিসকাল পলিসি ও মুদ্রানীতিতে এজন্য কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে। ফলে ডলারের দাম আর বাড়ার সম্ভাবনা নেই।’

প্রতি লিটার ডিজেলে সরকার প্রায় ১৫ টাকা লাভ করছে। বিশ্ববাজারে দাম আরও কমতির দিকে। সরকার তেলের দাম কমাবে কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রয়োজন হলে জ্বালানি তেলের দাম কমাতে সরকার উদ্যোগ নেবে। আমি আশা করবো, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়ে উদ্যোগ নেবে।’

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *