আমের ট্রেনে ঢাকায় আসবে কোরবানির পশুও

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রথমবারের মতো কোরবানির পশু ও আম একসঙ্গে পরিবহন করবে বাংলাদেশ রেলওয়ে। আসন্ন ঈদ উপলক্ষে উত্তরবঙ্গ থেকে কোরবানির পশু পরিবহনের লক্ষ্যে রেলওয়ে এ বিশেষ উদ্যোগ নিয়েছে।

রেলওয়ে পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আসিম কুমার তালুকদার বলেন, ‘গত কয়েক বছর ধরেই ট্রেনে করে উত্তরবঙ্গ থেকে গরু-ছাগলসহ কোরবানির পশু রাজধানী ঢাকাতে পরিবহন করা হচ্ছে। এবারও উত্তরবঙ্গের কোরবানির পশু ঢাকায় পরিবহনের উদ্যোগ নিয়েছে পশ্চিম রেলওয়ে।’

আম পরিবহন ট্রেনের ৬টি বগির মধ্যে ৩টি পশু পরিবহনের জন্য এবং ৩টি আম পরিবহনের জন্য নিয়োজিত হবে। তবে এ বছর আমের ভরা মৌসুম হওয়ায় আম পরিবহনে নিয়োজিত ট্রেনে করেই পশু পরিবহন করা হবে বলে জানান তিনি।

পশ্চিম রেলের জিএম বলেন, ‘আগামি বৃহস্পতি ও শুক্রবার অথবা শুক্রবার ও শনিবার দুদিন কোরবানির পশু ও আম একসঙ্গে পরিবহন করবে রেলওয়ে। এজন্য ইতোমধ্যেই সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আম পরিবহন ট্রেনের ৬টি বগির মধ্যে ৩টি পশু পরিবহনের জন্য এবং ৩টি আম পরিবহনের জন্য নিয়োজিত হবে বলে জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *