আরামকোর পেট্রলিয়ামে হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল দাম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর পেট্রোলিয়াম রপ্তানির প্রধান বন্দর রাস তানুরসহ আরো কয়েকটি সামরিক ঘাঁটিতেও হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এসব হামলা চালানো হয়। এরপরই বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

সিএনবিসি এক প্রতিবেদনে জানায়, গত এক বছরের মধ্যে দেশটিতে সোমবার অপরিশোধিত তেলের দাম এক লাফে ব্যারেল প্রতি ৭১ ডলারে দাঁড়িয়েছে। রোববার সৌদির তেল স্থাপনায় হামলার পর উৎপাদন ব্যাহত হয়। এর জেরেই আন্তর্জাতিক বাজারে সোমবার দাম বাড়ে। হুতি মুখপাত্র ওই হামলার দায় স্বীকার করেছে।

খবরে বলা হয়েছে, ২০২০ সালের জানুয়ারির পরে গতকাল ব্যারেল প্রতি তেলের দাম ছিল ৭১ দশমিক ৩৮ ডলার।

জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদির রাষ্ট্রয়াত্ত সংবাদ মাধ্যম এসপিএ জানিয়েছে, সৌদি আরবের সবচেয়ে বড় তেল স্থাপনা আরামকোর রপ্তানি বন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালানো হয়েছে।

যদিও একদিন আগে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রবাহী ড্রোনগুলোকে লক্ষ্যে পৌঁছানোর আগেই বাধা দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। দাহরানে সৌদি আরামকোর একটি আবাসিক এলাকার কাছে ধ্বংস হয়ে যাওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের টুকরো এসে পড়েছে।

এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *