আর্থিক প্রতিষ্ঠানের ঋণ ও আমানতের সুদ বাড়ছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সুদের ভিত্তি হার বেড়ে যাওয়ায় মার্জিন কমলেও বাংলাদেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের আমানত ও ঋণের সুদহার বেড়েছে।

গতকাল কেন্দ্রীয় ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) দেওয়া আমানতের ওপর সর্বোচ্চ সুদ বা মুনাফার হার হবে স্মার্ট প্লাস ২ দশমিক ৫ শতাংশ, যা নভেম্বরে ছিল ২ দশমিক ৭৫ শতাংশ।

ঋণ, ইজারা বা বিনিয়োগের বিপরীতে ঋণের সুদহার হবে স্মার্ট প্লাস ৫ দশমিক ৫ শতাংশ, যা আগে ছিল ৫ দশমিক ৭৫ শতাংশ।

স্মার্ট রেট বলতে ট্রেজারি বিলের ছয় মাসের মুভিং এভারেজ রেটকে বোঝায়। বর্তমান স্মার্ট ৯ দশমিক ৬১ শতাংশ, যা নভেম্বরে ছিল ৭ দশমিক ৭২ শতাংশ।

ফলে আমানতের সুদহার এখন সর্বোচ্চ ১২ দশমিক ১১ শতাংশ হবে, যা নভেম্বরে ছিল ১০ দশমিক ৪৭ শতাংশ। একইভাবে ঋণের সুদহার হবে ১৫ দশমিক ১১ শতাংশ, যা আগের ১৩ দশমিক ৪৭ শতাংশ থেকে বেশি।

নতুন আমানত ও ঋণ বিতরণের ক্ষেত্রে নতুন সুদের হার প্রযোজ্য হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *