ইফাদ অটোস’র অনুমোদিত মূলধন অারও ১০০ কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত

Ifad-autosস্টকমার্কেট ডেস্ক  :

শেয়ারবাজারে প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটেস লিমিটেড বিশেষ সাধারণ সভায় কোম্পানির অনুমোদিত শেয়ার মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, ২৫ জুলাই অনুষ্ঠিত কোম্পানির ৫ম বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানির অনুমোদিত শেয়ার মূলধন ২০০ কোটি টাকা থেকে ৩০০ কোটি টাকায় বাড়ানোর অনুেমোদন দিয়েছেন কোম্পানির শেয়ারহোল্ডাররা। অথ্যাৱ অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা বেশি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অনুমোদন দেওয়ার জন্য এ সভায় মেমোরান্ডাম অব এসোসেশন ৫ ক্লোজ ও অার্টিকেল অব এসোসিয়েশন ৬ অনুচ্ছেদ সংশোধন করা হয়।

এ ছাড়া কোম্পানিটি ৪৬ ডিসিমাল জমি ক্রয় করছে বলে জানা গেছে।  কোম্পানিটির পরিচালক বোর্ড ঢাকা ধামরাইয়ের সুতিপাড়ার বেলীশ্বরে ৩৬ লাখ টাকা ব্যয়ে এ জমি ক্রয় করবে। এতে শুধু নিবন্ধন ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *