ইফাদ অটোস মাল্টিপ্রোডাক্টসের ৪০% শেয়ার নিবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোস লিমিটেড ইফাদ গ্রুপের ভোগ্যপণ্য উৎপাদনকারী কোম্পানি ইফাদ মাল্টিপ্রোডাক্টস লিমিটেডের ৪০ শতাংশ শেয়ার কিনবে। এজন্য তালিকাভুক্ত কোম্পানিটি ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় এ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির বোর্ড।

নতুন এ বিনিয়োগের বিষয়ে ইফাদ অটোসের আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে। বিনিয়োগের পুরো অর্থ কোম্পানিটির নিজস্ব তহবিল থেকে জোগান দেয়া হবে। ২০০৩ সালে প্রতিষ্ঠিত হওয়া ইফাদ মাল্টিপ্রোডাক্টস আটা, ময়দা, নুডলস, বিভিন্ন ধরনের বিস্কুট, প্যাকেটজাত মসলা ও বোতলজাত পানি উৎপাদন ও বিক্রি করে থাকে।

এছাড়াও সম্প্রতি মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীতে ৩০ একর জমি বরাদ্দ পেয়েছে ইফাদ অটোস। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছ থেকে ৫০ বছরের জন্য এ জমি লিজ নিয়েছে কোম্পানিটি। এখানে বাণিজ্যিক কার্যক্রম ও শিল্প অবকাঠামো নির্মাণ করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *