ইরানের ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের ওপর ফের মার্কিন নিষেধাজ্ঞা

1539776370_14..jpgস্টকমার্কেটবিডি ডেস্ক :

ইরানের ২০টি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও কোম্পানির ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী মাসের শেষের দিকে ইরানের ওপর দ্বিতীয় দফা মার্কিন নিষেধাজ্ঞা আরোপের আগেই এ ব্যবস্থা নিল ওয়াশিংটন।

মার্কিন অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার (১৬ অক্টোবর) জানিয়েছে, ব্যাংক মেল্লাত এবং মেহর একতেসাদ ব্যাংকসহ ইরানের ২০টি ব্যাংক, কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এবং স্বেচ্ছাসেবী বাহিনীর সঙ্গে সম্পর্ক থাকার অজুহাতে এসব প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হল। মার্কিন নিষেধাজ্ঞায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইরানের মোবারাকে ইস্পাত কোম্পানি এবং ট্রাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানিও রয়েছে।

সম্প্রতি মার্কিন উপ-অর্থমন্ত্রী সিগাল ম্যানডেলকার বলেছিলেন, ওয়াশিংটনকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে।

যুক্তরাষ্ট্র আইআরজিসিকে সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার দায়ে অভিযুক্ত করলেও ইরানের দাবি ইরাক ও সিরিয়া থেকে উগ্র জঙ্গিগোষ্ঠী আইএস নির্মূলের অভিযানে এ বাহিনী মুখ্য ভূমিকা পালন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *