ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

garmetnsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১৬ আগস্টের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের ঈদের বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। একই সঙ্গে চলতি মাসের বেতন মালিকদের সক্ষমতা অনুযায়ী ১৯ আগস্টের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৯ আগস্ট) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভায় এই নির্দেশ দেওয়া হয়।

সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, ‘ঈদের আগে পর্যায়ক্রমে গার্মেন্টস শ্রমিকদের ছুটি দেওয়া হবে, যাতে সড়কে কোনও ধরনের চাপ সৃষ্টি না হয়।’

বৈঠকে উপস্থিত শিল্প পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম বলেন, ‘ঈদুল আজহার আগে গার্মেন্টস সেক্টরে দেশের কোথাও কোনও ধরনের নৈরাজ্য বা অরাজকতার সৃষ্টির সম্ভাবনা নেই। তবে ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলের ২৬টি কারখানায় বেতন ও বোনাস পরিশোধের বিষয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। বিজিএমইএ উদ্যোগ নিলে এই সংকটও কেটে যাবে।’

বৈঠকে উপস্থিত বিজেএমইএ’র সহ-সভাপতি আব্দুল মান্নান কচি বলেন, ‘এটি কোনও সমস্যা নয়, আলাপ-আলোচনা করে এই সমস্যা সমাধান করা সম্ভব।’

বৈঠকে জানানো হয়, আশুলিয়ার বাধন করপোরেশন এবং কোরিয়ান কারখানা ইয়াং জ্যু ফ্যাশনে গত এক বছর ধরে বেতন-বোনাস পরিশোধ নিয়ে জটিলতা চলছে যা এখনও বিদ্যমান।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, শ্রমিক নেতা রায় রমেশ, নিপা ফেরদৌস ও সিরাজুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *