উবার, স্যাম, পাঠাওয়ের নী‌তিমালা বাস্তবায়ন ১ মা‌সের ম‌ধ্যে

obaidul-quader-sm-en20170615130453স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাইড শেয়া‌রিং নী‌তিমালা একমা‌সের ম‌ধ্যে বাস্তবায়ন হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের। এ বিষয়ে শিগ‌গিরই স্টেক‌হোল্ডার‌দের স‌ঙ্গে বৈঠ‌কে বসা হ‌বে ব‌লেও জানান মন্ত্রী।

আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর মা‌নিক মিয়া এ‌ভি‌নিউ‌য়ে বিআর‌টিএ’র মোবাইল কোর্ট প‌রিদর্শনকা‌লে একথা জানান মন্ত্রী।

মন্ত্রী ব‌লেন, ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের ঘটনা খ‌তি‌য়ে দেখা হ‌বে। ভি‌সিকে অবরুদ্ধ ক‌রে হামলার চেষ্টা হ‌য়ে‌ছি‌লো। ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা এ‌গি‌য়ে এ‌সে উদ্ধার ক‌রে‌ছে।

মন্ত্রী ব‌লেন, উবার, স্যাম, পাঠাও এসব নতুন প্রযু‌ক্তির প‌রিবহন সু‌বিধগু‌লোর বিষয়ে নী‌তিমালা পাস হ‌য়ে‌ছে। এতে সিএন‌জি অ‌টো‌রিকশায় মিটার ব্যবহা‌রের প্রবণতা বাড়‌বে।

মন্ত্রী অ্যাপভি‌ত্তিক প‌রিবহন সু‌বিধাকে ই‌তিবাচক আখ্যা দি‌য়ে ব‌লেন, এসবের ফ‌লে অতি‌রিক্ত ভাড়া নেওয়া ও মিটার ছাড়া যাত্রী হয়রা‌নি করা স্বাভাবিকভা‌বে ক‌মে আস‌বে।

‘রাইড শেয়া‌রিং নী‌তিমালা ‌কীভা‌বে বাস্তবায়ন হ‌বে তা নিয়ে স্টেক হোল্ডার‌দের স‌ঙ্গে ৩১ জানুয়া‌রি বৈঠক হ‌বে। বৈঠ‌কের পর একমা‌সের ম‌ধ্যে নী‌তিমালা বাস্তবায়ন হ‌বে। তখন নী‌তিমালা বাস্ত‌বে প্র‌য়োগ কর‌তে পার‌বো।’

সিএন‌জি অটো‌রিকশার ই‌কোন‌মিক মেয়াদ বৃ‌দ্ধির প্রসঙ্গ তু‌লে মন্ত্রী ব‌লেন, এ বিষ‌য়ে বু‌য়েট আগামী মা‌সে মতামত জানা‌বে। এরপর স্টেক‌হোল্ডার‌দের স‌ঙ্গে বৈঠক ক‌রে জা‌নি‌য়ে দেওয়া হ‌বে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *