ঋণ দেওয়ার আগেই অডিট করবে আর্থিক প্রতিষ্ঠান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

এখন থেকে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের এক কোটি টাকা ও তার বেশি অংকের ঋণ বিতরণের আগেই প্রাক-নিরীক্ষা করতে হবে। ঋণ বিতরণের পর যথাযথ ব্যবহারসহ সার্বিক বিষয় তদারকির জন্য নিজস্ব ড্যাশবোর্ড করতে হবে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত নির্দেশনা আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। আর্থিক প্রতিষ্ঠানের ঋণে অনিয়ম ঠেকাতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ঋণের গুণগত মান ঠিক রাখতে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালনের জন্য একটি নিয়মিত অডিট কমিটি গঠনের নির্দেশনা রয়েছে। এছাড়া বিভিন্ন নির্দেশনার মাধ্যমে নিরীক্ষা কমিটির দায়িত্ব ও কর্তব্য, সাংগঠনিক কাঠামো, সদস্য হওয়ার যোগ্যতা বিষয়ে নির্দেশনা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে কিছু আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার অস্বাভাবিক বেড়ে যাওয়া, যথাযথভাবে আদায় না হওয়ার ফলে তারল্য প্রবাহ কমার কারণ পর্যালোচনা করা হয়।

এক্ষেত্রে নির্দেশনা যথাযথভাবে পরিপালন না করে পর্যাপ্ত জামানত ছাড়াই ঋণ, একক গ্রাহককে সীমার বেশি ঋণ, ঋণ বিতরণের আগে যথাযথ ডকুমেন্টেশন না করা ও ঋণের সদ্ব্যবহার নিশ্চিত না করার বিষয়টি উঠে এসেছে।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *