এইচ. আর. টেক্সটাইলের মূল্য সংবেদনশীল তথ্য নেই

HRTEXস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে বস্ত্র খাতের কোম্পানি এইচআর টেক্সটাইল লিমিটেডের সম্প্রতি শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য অপ্রকাশিত নেই। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৬ মে কোম্পানিটির শেয়ারের দর ছিল ৩৯.৩০ টাকা। গত ২৮ মে কোম্পানির শেয়ারের দর বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৪৩.৫০ টাকায়।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য কিনা… তা জানতে চায় ডিএসই। এ সময় এইচ. আর. টেক্সটাইল লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোনো তথ্য কোম্পানিটির নিকট নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *