একটি ভালো বাজেট উপহার দিতে চান অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সবার জন্য একটি ভালো বাজেট উপহার দিতে চান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, কাউকে গরিব করে আমরা কিছু অর্জন করতে চাই না। সবার জন্যই আমরা বাজেটটা করতে চাই।

সংসদের উদ্দেশে যাওয়ার সময় আজ বৃহস্পতিবার গুলশানের বাসা থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিকেলে জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এবারের বাজেটের আকার হতে পারে সাত লাখ ৬০ হাজার কোটি টাকা।

আ হ ম মুস্তফা কামাল, নতুন বছরের বাজেটে আমরা উইন উইন সিচুয়েশন চাই। একসময় আমিও গরীব ছিলাম। আমি জানি গরিব হওয়াটা কত কষ্টের।

অর্থমন্ত্রী বলেন, আমি নিজের জন্য বাজেট দিচ্ছি না। এ বাজেট দেশের মানুষের, যেখানে আপানারাও আছেন। আমি বিশ্বাস করি, আমার ভালো লাগলে আপনাদেরও ভালো লাগবে।

বিশ্বে এক রকম সংকটে রয়েছে অর্থনীতি। এমন পরিস্থিতিতে এ বাজেট কতটা উত্তরণে কাজ করবে জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে বাজেটের কিছু বলা যাবে না। যখন যেটা পরিস্থিতি আসবে, সেটা সামাল দেওয়া হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *