‘এক বছরের মধ্যে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা হবে’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এক বছরের মধ্যে দেশের দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকগুলোর সঙ্গে একীভূত করা হবে এবং কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন গভর্নর আব্দুর রউফ তালুকদার।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সোমবার বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পলিসি অ্যাডভাইজর আবু ফরাহ মোহাম্মদ নাসের, ডেপুটি গভর্নর নুরুন নাহার ও মুখপাত্র মেজবাউল হক উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে যে গভর্নর বলেছেন, একীভূতকরণের দুটি উপায় আছে।

একটি হলো—ব্যাংকগুলো নিজেদের মধ্যে আলোচনা করে একীভূত করার সিদ্ধান্ত নিতে পারে। অন্যটি হলো দুর্বল ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের প্রম্পট কারেকটিভ অ্যাকশন (পিসিএ) কাঠামোর অধীনে সবল ব্যাংকগুলোর সঙ্গে একীভূত হবে।

আগামী ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্স ও আর্থিক সূচকগুলোর ওপর ভিত্তি করে একীভূত করার জন্য পদ্ধতিগত গাইডলাইন পিসিএ ফ্রেমওয়ার্ক ২০২৫ সালের মার্চে বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *