এনআরবিসি ব্যাংকের সকল শাখা থেকে ইসলামী ব্যাংকিং সেবা পাওয়া যাবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এখন থেকে এনআরবি কমার্শিয়াল ব্যাংক (এনআরবিসি) লিমিটেডের সকল শাখা থেকে ইসলামী ব্যাংকিং সেবা পাবেন গ্রাহকরা। এনআরবিসি ব্যাংকের ‘আল আমিন’ ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে পরিচালিত এই সেবা ব্যাংকের দেশব্যাপী পরিচালিত সকল শাখা থেকেই পাওয়া যাবে।

উল্লেখ্য, এনআরবিসি ব্যাংকের ৮৩ টি শাখা, ৪০০টি উপশাখা, ৫৮৯ টি এজেন্ট পয়েন্ট রয়েছে। ২০১৩ সালে এনআরবিসি ব্যাংকের যাত্রা শুরু করে। ২০২০ সালের জানুয়ারি থেকে ৮টি শাখায় ‘আল আমিন’ ইসলামিক ব্যাংকিং উইন্ডোর যাত্রা শুরু হয়।

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বলেন, সকল শ্রেণী পেশার মানুষের অংশিদারিত্ব বাড়াতেই দেশব্যাপী সকল শাখায় ইসলামী ব্যাংকিং সেবা চালু করা হচ্ছে।

তিনি বলেন, ইসলামিক ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকের সাধারণ মানুষের আরো কাছে আসার সুযোগ তৈরি হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *