এনএলআই ফার্স্ট ফান্ডের রূপান্তর প্রস্তাব অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক:

বেমেয়াদি মিউচুয়াল ফান্ডে রূপান্তরের প্রস্তাবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেয়াদি এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালিত এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়।

মেয়াদি মিউচুয়াল ফান্ডের বিধি অনুযায়ী ১০ বছরের মেয়াদ শেষ হয় চলতি বছরের ৬ ফেব্রুয়ারি। আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার পর ফান্ডটি অবসায়ন কিংবা বেমেয়াদিতে রূপান্তর করতে হয়। এজন্য গত ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ট্রাস্টি কমিটির সভায় ইউনিটহোল্ডাররা এ প্রস্তাবে অনুমোদন দেয়।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *