এফএএস ফাইন্যান্সের সাবেক এমডিসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদেশে পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার) চক্রের অর্থ আত্মসাতের ঘটনায় এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক এমডি রাসেল শাহরিয়ারসহ পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করে।

পিকে হালদার ও তার সহযোগীদের যোগসাজশে ইন্টারন্যাশনাল লিজিং ও এফএএস ফাইন্যান্স থেকে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতেই তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এর আগে এফএএস ফাইন্যান্সের ৩০ কর্মকর্তাকে তলব করে চিঠি দেয় সংস্থাটি। ১৬ আগস্ট এফএএস ফাইন্যান্সের ১২ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *