এবার পদত্যাগ করলেন সাউথ বাংলা ব্যাংকের এমডি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

এবার পদত্যাগ করেছেন সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাবিবুর রহমান। গত সপ্তাহ শেষে তিনি ব্যাংকটির চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছে একটি সূত্র। গত বছরের ডিসেম্বরে তিনি ব্যাংকটির এমডি হিসেবে যোগ দেন এবং বর্তমান পদে তাঁর মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। এখন পরিচালনা বোর্ড পদত্যাগপত্র গ্রহণ করলেই তাঁর পদত্যাগ কার্যকর হবে।

এ বিষয়ে বক্তব্যের জন্য হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। আর এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন বলেন, ‘এমডির পদত্যাগসংক্রান্ত কোনো তথ্য আমি পাইনি। আমার জানামতে এমন কিছু ঘটেনি। ৩ সেপ্টেম্বরে পর্ষদ সভা ছিল, সেখানে এমডি যোগ দিয়েছিলেন। কিছু ঘটলে সামনের পর্ষদের সভায় তা জানা যাবে।’

এর আগে গত সপ্তাহে পদত্যাগ করেন পদ্মা ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান। গত ২৬ জুলাই পদত্যাগ করেন ব্যাংক এশিয়ার এমডি আরিফ বিল্লাহ আদিল চৌধুরী। এ ছাড়া চলতি বছরের ১৮ জানুয়ারি বেসরকারি ন্যাশনাল ব্যাংকের এমডি পদ থেকে পদত্যাগ করেন মো. মেহমুদ হোসেন। পরে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে তিনি আবার ন্যাশনাল ব্যাংকে ফেরেন। ফলে চলতি বছর তিনজন এমডি পদত্যাগ করলেন।

এসবিএসি ব্যাংক সূত্র জানায়, ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লার মেয়াদ ছিল ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। তবে তার আগেই গত মাসে ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হন আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন। এর মধ্যে একজন পরিচালকের প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া নিয়ে পরিচালকদের মধ্যে বিভক্তি দেখা দেয়। এর জেরে নতুন চেয়ারম্যানের সঙ্গে এমডির সম্পর্কের অবনতি হয়। এ কারণে তিনি পদত্যাগপত্র জমা দেন।

২০১৩ সালে যাত্রা শুরুর পর দীর্ঘসময় ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন লকপুর গ্রুপের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *