এলএনজি খাতে বিনিয়োগে আগ্রহী কাতার : শিল্পমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের ব্যবসাবান্ধব পরিবেশ ও নীতির কারণে এলএনজি, সারসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আজ রবিবার (২১ এপ্রিল) রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে কাতারের রাষ্ট্রীয় টেলিভিশন কাতার টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

কাতারের আমির শেখ তামিম বিন-হামাদ আল থানির আসন্ন বাংলাদেশ সফর উপলক্ষে এই সাক্ষাৎকার নেয় কাতার টিভি কাতার টিভির উপস্থাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ ব্লেদাহ। এ সময় ঢাকাস্থ কাতার দূতাবাসের প্রেস সচিব হামেদ জামিল হুসাইনসহ টিভির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘বাংলাদেশের শিল্প খাতের উন্নয়নে বাংলাদেশ ও কাতার একসঙ্গে কাজ করবে। শিল্পের অন্যান্য খাতও কাতারের জন্য উন্মুক্ত। কাতারের আমিরের আসন্ন সফরে এ লক্ষ্যে দুই দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হবে।’

তিনি আরো বলেন, ‘স্বাধীনতার পর ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় কাতার ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

সেই থেকে দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। গত বছরের মার্চ ও মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার সফরের মধ্য দিয়ে সেই সম্পর্ক আরো উন্নত হয়েছে। কাতারের আমিরের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে।’
আগামীকাল সোমবার (২২ এপ্রিল) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন।

স্টকমার্কেটবিডি.কম//////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *