এসএমইতে ঋণ বাড়ানোর তাগিদ বাংলাদেশ ব্যাংকের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি ও এসএমই খাতে ঋণপ্রবাহ বাড়ানোর তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

তিনি বলেছেন, সিএমএসএমই খাতের জন্য কম সুদের ২৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে হবে। সোমবার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এমডিদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নরের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ক্রেডিট গ্যারান্টি স্কিমে সচেতনতা বিষয়ে এ বৈঠক ডাকা হয়।

গভর্নর বলেন, প্রয়োজনীয় সহায়ক জামানত না থাকায় অনেক উদ্যোক্তা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারেন না। সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের অপেক্ষাকৃত কম সুদ ও সহজ শর্তে ঋণ নিশ্চিত করতে ক্রেডিট গ্যারান্টি সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *