ওয়ান স্টপ সেবা দিতে স্টক এক্সচেঞ্জকে বিএসইসির নির্দেশ

bsecনিজস্ব প্রতিবেদক :

দেশের উভয় স্টক এক্সচেঞ্জকে সাত দিনের মধ্যে বিনিয়োগকারীদের সহযোগিতার জন্য পরামর্শ ডেস্ক ও ওয়ান স্টপ সার্ভিস প্রদানের নির্দেশ দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সরকারের ‘ইজ অব ডুয়িং বিজনেস’ প্রকল্প বাস্তবায়নের আওতায় সংস্থাটি এ উদ্যোগ নিয়েছে।

গত বুধবার এক চিঠির মাধ্যমে এ নির্দেশ দেওয়া হয়। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, ইজ অব ডুয়িং বিজনেস বিষয়ে কমিশনের কর্মপরিকল্পনায় বিনিয়োগকারীদের সেবা প্রদানের লক্ষ্যে পরামর্শ ডেস্ক ও ওয়ান স্টপ সার্ভিস চালু করতে নির্দেশ দেওয়া হলো।

এদিকে প্রতিবছর বিশ্বব্যাংক ব্যবসায় পরিবেশ সূচকের (ডুয়িং বিজনেস ইনডেক্স) যে তালিকা তৈরি করে, সে তালিকায় বাংলাদেশের অবস্থান ১০০-এর নিচে নামিয়ে আনতে চায় সরকার। আগামী ২০২১ সালের মধ্যেই তা করার চেষ্টা করা হবে। বিশ্বব্যাংক গত বছর ব্যবসায় পরিবেশের যে তালিকা করেছে, তাতে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৭৬তম।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *