কক্সবাজার সৈকতে অবৈধ দখল বন্ধে সতর্ক থাকার নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় অবৈধ দখল ও স্থাপনা নির্মাণ বন্ধে সংশ্লিষ্টদের সদা সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে সৈকতের প্রাকৃতিক বৈশিষ্ট বজায় রাখতে আদালতের রায়ের নির্দেশনা বাস্তবায়নে সচেষ্ট থাকতে বলা হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল নিষ্পত্তি করে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন, আইনজীবী মনজিল মোরসেদ।

জেলা প্রশাসকের পক্ষে ছিলেন, আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির।

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে বারবার আদালতে আবেদন নিয়ে আসতে হয়। ভবিষ্যতে যাতে এমন আবেদন নিয়ে আর না আসতে হয় তার জন্য সংশ্লিষ্টদের প্রতি কয়েকটি নির্দেশনার আরজি জানিয়েছিলাম। আদালত কক্সবাজার ডিসির বিরুদ্ধে অবমাননার রুল নিষ্পত্তি করে দুটি নির্দেশনা দিয়েছেন। ’

বলা হয়, সৈকতের বালিয়ারিতে ২৬০টি ও সুগন্ধা পয়েন্ট থেকে ৪১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এরপর আদালত ডিসি মামনুর রশিদকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে রুলটি নিষ্পত্তি করে দেন।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *