কারসাজির দায়ে এনায়েত করিমের বিরুদ্ধে পরোয়ানা

industri-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ার কারসাজির দায়ে ‘ডেইলি ইন্ডাষ্ট্রি’ পত্রিকার সম্পাদক এনায়েত করিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। আসামির বিরুদ্ধে ২০০৭ সালে বিডি ওয়েলডিং সম্পর্কে উদ্দেশ্যমূলক ও পরিকল্পিতভাবে অসত্য তথ্য প্রচার করে শেয়ারটির দর কৃত্রিমভাবে বাড়িয়ে মুনাফা হাতিয়ে নেওয়া অভিযোগ রয়েছে। তবে ওই সময়ে ‘ডেইলি ইন্ডাষ্ট্রি’ নাম ছিল ‘উইকলি দ্য ইন্ডাষ্ট্রি’।

গত ৮ জুলাই ‘ডেইলি ইন্ডাষ্ট্রি’ সম্পাদক এনায়েত করিমকে বিশেষ ট্রাইব্যুনালে হাজিরা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু ওই দিন তিনি উপস্থিত হননি। ফলে ৮ জুন শেয়ারবাজার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হুমায়ুন কবীর বাদী (বিএসইসি) পক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে সার্বিক দিক বিবেচনা করে এ পরোয়ানা জারি করেন। ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার পর এটা দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *