কিট উৎপাদনের অনুমোদন পেল এএফসি এগ্রো

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড দুটি কিট উৎপাদনের অনুমোদন পেয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

গত ৯ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর কোম্পানিটিকে এ সব কিট উৎপাদনের অনুমোদন দেয়। কিটগুলো নাম দিয়েছে- এএফসি ডিটেক এনসিওভি আরটি-পিসিআর কিট এবং এএফসিপ্রেপ ভাইরাল এক্সট্রাকশন কিট।

অতি দ্রুত এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড এই কিট দুটির বাণিজ্যিক উৎপাদন শুরু করবে বলে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *