কেয়া কসমেটিকসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

keyaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালকিাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের  সম্প্রতি শেয়ার দর বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য অপ্রকাশিত নেই। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১১ জুন কোম্পানিটির শেয়ারের দর ছিল ১৪  টাকা। গত ৭ জুলাই কোম্পানির শেয়ারের দর বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১৭.৮০ টাকায়। এ সময় কোম্পানিটির দর ৩.৮০ টাকা অর্থ্যাৎ ২৭.১৪ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য কিনা… তা জানতে চায় ডিএসই। এ সময় কেয়া কসমেটিকস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোনো তথ্য কোম্পানিটির নিকট নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

One thought on “কেয়া কসমেটিকসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

  1. I think DSE has a format when certain share price increases, send the respective company to reply show cause of price increase. But, they should analyse the company’s fair price & fundamental. When a under valued share increases they should rethink the show cause issue.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *