কোয়ালিফায়েড ইনভেস্টোর অফার বিধির চূড়ান্ত অনুমোদন

bsecনিজস্ব প্রতিবেদক :

কিছু পরিমার্জন সংশোধনসহ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কোয়ালিফায়েড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজ) রুলস ২০১৬-এর চূড়ান্ত অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা।

গতকাল কমিশন সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জানায়, চূড়ান্ত বিধিটি দ্রুতই বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, স্বল্প মূলধনি কোম্পানির আলাদা বাজার গঠনের জন্য এপ্রিলে সংশ্লিষ্ট বিধিটির খসড়া অনুমোদন করে বিএসইসি। জনমত যাচাই শেষে কিছু পরিবর্তনসাপেক্ষে তা চূড়ান্ত হয়।

খসড়া অনুযায়ী, স্বল্প মূলধনি কোম্পানিগুলো শুধু ‘কোয়ালিফাইড ইনভেস্টরস অফার’ (কিউআইও)-এর মাধ্যমে আলাদা বাজারে তালিকাভুক্ত হতে পারবে। বড় ধরনের ঝুঁকি থাকায় শুধু নির্দিষ্ট শ্রেণীর বিনিয়োগকারীদের জন্য স্বল্প মূলধনি কোম্পানির শেয়ার কেনাবেচার সুযোগ রাখা হয়েছে। শুধু যোগ্য বিনিয়োগকারীরা এসব কোম্পানির লেনদেন করতে পারবেন।

ন্যূনতম ৫ কোটি টাকা পরিশোধিত মূলধন রয়েছে, এমন কোম্পানিকে স্বল্প মূলধনি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কোম্পানির তালিকাভুক্তি ও লেনদেনের জন্য গঠিত আলাদা প্লাটফর্মের নামকরণ করা হয়েছে ‘স্মল ক্যাপিটাল প্লাটফর্ম’। এ প্লাটফর্মে তালিকাভুক্তির পর কোম্পানির পরিশোধিত মূলধন সর্বনিম্ন ১০ কোটি টাকা হতে হবে। এ ব্যবস্থায় তালিকাভুক্তির পর সংশ্লিষ্ট কোম্পানির পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকার নিচে থাকতে হবে।
স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *