ক্রিপ্টোকারেন্সি লেনদেন ঠেকাতে তদারকি বাড়ানোর নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্রিপ্টোকারেন্সি তথা ভার্চুয়াল মুদ্রা বিনিময়, স্থানান্তর ও ট্রেড বেআইনি। অথচ কোনো কোনো ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ভার্চুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সির কেনাবেচা হচ্ছে। এ ধরনের লেনদেন ঠেকাতে ব্যাংকগুলোকে সতর্কতার পাশাপাশি তদারকি বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল এ সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

ক্রিপ্টোকারেন্সি তথা ভার্চুয়াল সম্পদ বা মুদ্রা বিনিময়, স্থানান্তর ও ট্রেড থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে গত ১৫ সেপ্টেম্বর একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়, যে কোনো ভার্চুয়াল সম্পদ বা মুদ্রার বিনিময়, স্থানান্তর, ট্রেডে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেই। নির্দেশনা অমান্য করে কেউ এ ধরনের লেনদেন করলে তা হবে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের ২৩(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। নির্দেশনার কপি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের পাশাপাশি সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস), আর্থিক প্রতিষ্ঠানসহ সব পক্ষকে অবহিত করা হয়।

বিষয়টি স্মরণ করিয়ে গতকালের সার্কুলারে ভার্চুয়াল সম্পদ ও ভার্চুয়াল মুদ্রা লেনদেন, বিনিময় স্থানান্তর বা বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসা ও এ সংক্রান্ত যে কোনো কার্যক্রমে সহায়তা থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন বিদেশি ভার্চুয়াল অ্যাসেট সার্ভিস প্রোভাইডারের (ভিএএসপি) ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে বাংলাদেশে কার্যরত কোনো কোনো তপশিলি ব্যাংকের গ্রাহক অ্যাকাউন্ট ব্যবহার করে ভার্চুয়াল কারেন্সি, ক্রিপ্টোকারেন্সি বা বৈদেশিক মুদ্রার লেনদেন, কেনাবেচা, পুনঃবিক্রয়, ব্যক্তি থেকে ব্যক্তি বিনিময় স্থানান্তর বা বাণিজ্য কার্যক্রম পরিচালনা করছে। নির্দেশনায় অবিলম্বে এ ধরনের লেনদেন বন্ধের পাশাপাশি এ বিষয়ে যথাযথ সতর্কতা অবলম্বনের জন্য তদারকি বাড়াতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *