গোল্ডেন হারভেস্ট এগ্রোর ই-কমার্স ব্যবসা চালু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রচলিত ব্যবসার পাশাপাশি এ বছরের ৯ মার্চ ই-কমার্সের ব্যবসায় নামার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এজন্য নিজেদের গ্রুপের আইটি কোম্পানি গোল্ডেন হারভেস্ট ইনফোটেকের সঙ্গে যৌথ উদ্যোগে একটি স্বতন্ত্র কোম্পানি গঠন করা হবে বলে জানানো হয়েছে।

এরই ধারাবাহিকতায় কোম্পানিটি গোল্ডেন হারভেস্ট সার্ভাস লিমিটেড নামে একটি ই-কমার্স কোম্পানির উদ্বোধন করেছে। এ কোম্পানিতে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের ৪৫ শতাংশ মালিকানা রয়েছে।

তথ্যমতে, ই-কমার্সের মাধ্যমে খাদ্য, মুদি, ওষুধ সরবরাহ, বুকিং ও টিকিটিং সেবা প্রদান করবে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ। ই-কমার্স কোম্পানিতে তালিকাভুক্ত কোম্পানিটি ৫ কোটি টাকা বিনিয়োগের বিপরীতে ৪৫ শতাংশ শেয়ারের মালিকানা পেয়েছে। আর গোল্ডেন হারভেস্ট ইনফোটেকের কাছে থাকবে ৫৫ শতাংশ শেয়ার। অন্যদিকে ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীর ভিত্তিতে কোম্পানির সঞ্চিত অর্থ থেকে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *