গ্রামীণফোন, রবি ও টেলিটকে ফোর–জি গতি নেই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকায় ফোর–জি গতি নেই তিন অপারেটরের
ঢাকা বিভাগে দেশের চারটি মুঠোফোন অপারেটরের মধ্যে তিনটির এখনো চতুর্থ প্রজন্মের (ফোরজি) নির্ধারিত গতির ইন্টারনেট সেবা নেই। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক পরীক্ষায় এই তথ্য উঠে এসেছে। বিটিআরসির পরীক্ষায় গ্রামীণফোন, রবি ও টেলিটকে ফোর-জি সেবার নির্ধারিত ন্যূনতম ডাউনলোড গতি আসেনি।

মুঠোফোন অপারেটরদের সেবার মান পরীক্ষায় গত বছরের ১৩ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘ড্রাইভ টেস্ট’ করেছে বিটিআরসি। দুই সিটি করপোরেশন বাদে ঢাকা বিভাগের ৩৯টি উপজেলায় এ পরীক্ষা চালানো হয়। তবে গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পরীক্ষার অন্তর্ভুক্ত ছিল। বুধবার বিটিআরসির ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল তুলে ধরা হয়।

বিটিআরসি ফোর-জির ডাউনলোড গতি কমপক্ষে ৭ মেগাবাইট নির্ধারণ করেছে। অথচ পরীক্ষায় দেখা গেছে, রবির গতি সেকেন্ডে ৬ দশমিক ৪১ মেগাবাইট, গ্রামীণফোনের ৬ দশমিক ৯৯ মেগাবাইট। শুধু বাংলালিংক ডাউনলোডের নির্ধারিত গতি নিশ্চিত করেছে, সেকেন্ডে ৮ দশমিক শূন্য ১ মেগাবাইট।

অন্যদিকে রাষ্ট্রীয় মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের অবস্থা সবচেয়ে দুর্বল। ফোর-জিতে ২ দশমিক ৮০ মেগাবাইট গতি দিতে পেরেছে প্রতিষ্ঠানটি। থ্রি-জি সেবাও নিশ্চিত করতে পারেনি টেলিটক। বিটিআরসি নির্ধারিত থ্রি-জির গতি সেকেন্ডে ২ মেগাবাইটের মধ্যে টেলিটকের পাওয়া গেছে সেকেন্ডে ১ দশমিক ৭৬ মেগাবাইট।

থ্রি-জির ক্ষেত্রে বাকি তিনটি প্রতিষ্ঠানের মধ্যে গ্রামীণফোনের সেকেন্ডে ২ দশমিক ২৪, রবির ৮ দশমিক ৫১ ও বাংলালিংকের ৩ দশমিক ৩১ মেগাবাইট গতি পেয়েছে বিটিআরসি।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *