চীনা পণ্যে শুল্ক আরোপ করল ভারত

indexস্টকমার্কেটবিডি ডেস্ক :

সস্তা পণ্য আমদানি থেকে দেশীয় বাজার সুরক্ষায় ৯৯ চীনা পণ্যের ওপর ডাম্পিং বিরোধী (অ্যান্টি-ডাম্পিং) শুল্ক আরোপ করেছে ভারত। গত ২৮ জানুয়ারি থেকে এটি কার্যকর হলেও গত সোমবার তা ভারতের পার্লামেন্টে লিখিতভাবে অবহিত করেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী সি আর চৌধুরী। যেসব পণ্যের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে কেমিক্যাল ও পেট্রোকেমিক্যাল, আঁশ ও সুতা, যন্ত্রপাতি, ওষুধ, রাবার এবং স্টিল পণ্য।

প্রতিমন্ত্রী জানান, চীন থেকে আসা এসব পণ্য দেশে সস্তায় বিক্রি হওয়ায় স্থানীয় কম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে দেশীয় বাজার রক্ষার স্বার্থেই বিশ্ববাণিজ্য সংস্থার নিয়মের মধ্যে থেকেই অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করা হয়েছে।

বলা হয়, এ শুল্ক আরোপের লক্ষ্য হচ্ছে বাণিজ্যে ন্যায্য প্রতিযোগিতা তৈরি করা এবং সব কম্পানির জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। এ ছাড়া চীনে ভারতের রপ্তানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সরকার অব্যাহতভাবে পদক্ষেপ নিয়ে যাচ্ছে। চীনে ভারতের আরো কৃষিপণ্য প্রবেশ করাতে সেই দেশের কর্মকর্তার সঙ্গে একাধিক বৈঠকও হয়েছে। পিটিআই।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *