চীনের কাছ থেকে মালবাহী বগি কেনার চুক্তি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চীনের কাছ থেকে মালবাহী ট্রেনের ওয়াগন (বগি) কেনার চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে। ৩১৮ কোটি ৬৩ লাখ ৩৯ হাজার টাকায় ৫৮০টি মিটার গেজ ওয়াগন সংগ্রহের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, এসব ওয়াগন আগামী ১৮ থেকে ৩০ মাসের মধ্যে সরবরাহ করা হবে।

আজ মঙ্গলবার রাজধানীর রেল ভবনে এসংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে সই করেন সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান এবং ঠিকাদারি প্রতিষ্ঠান চায়নার সিআরআরসি কম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ডাই জিয়েন।

অনুষ্ঠানে রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, রেলের সামর্থ্য বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রেলকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হিসেবে বর্তমান রেলওয়েকে ঢেলে সাজানো হচ্ছে। কারণ বর্তমান সরকারের লক্ষ্য টেকসই উন্নয়ন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *