জাতীয় অর্থনীতির সম্পাদক কিবরিয়ার জামিন

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার সম্পাদক এম জি কিবরিয়া চৌধুরীকে জামিন দিয়েছেন নোয়াখালীর একটি আদালত। আজ সোমবার দুপুরে কিবরিয়া চৌধুরীকে নোয়াখালীর ৬ নম্বর আমলি আদালতে হাজির করে সোনাইমুড়ী থানার পুলিশ।

আদালতে কিবরিয়া চৌধুরীর পক্ষে জামিনের আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী মোল্লা হাবিবুর রছুল মামুন। তাঁকে সহায়তা করেন আরও বেশ কয়েকজন আইনজীবী। আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহীন আবেদন শুনানি শেষে কিবরিয়া চৌধুরীর জামিন মঞ্জুর করেন। আদালতের জিআরও শাখার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল রবিবার রাত আটটার দিকে মতিঝিলের পত্রিকা অফিস থেকে কিবরিয়া চৌধুরীকে পল্টন থানা-পুলিশের সহায়তা গ্রেপ্তার করে সোনাইমুড়ী থানার পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল হক রাত ১২টার দিকে তাঁকে নিয়ে সোনাইমুড়ী থানায় পৌঁছান। আজ দুপুরের দিকে তাঁকে আদালতে পাঠানো হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, জাতীয় অর্থনীতি পত্রিকার চেয়ারম্যান মনিরুন নেছা মিনু এবং সম্পাদক ও প্রকাশক এম জি কিবরিয়া চৌধুরীর বিরুদ্ধে গত ১১ ডিসেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে তমা গ্রুপের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহা আতাউর রহমান ভূঁইয়া মানিক একটি মামলা করেন।

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি আবদুস সামাদ বলেন, এজাহারে আতাউর রহমান ভূঁইয়া অভিযোগ করেন, দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকায় গত ২৭ নভেম্বর তারিখের সংখ্যায় তাঁর বিরুদ্ধে ‘তমা গ্রুপের মালিক মানিক হাজার কোটি টাকার মালিক, জামায়াত শিবির বিএনপি হয়ে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি’ শিরোনামে একটি সংবাদ প্রচার করে। এই সংবাদ আসামিদের ফেসবুক পেজে প্রচার ও প্রকাশ করেন।

জামিন লাভের পর বিকেল চারটার দিকে আদালত প্রাঙ্গণে এম জি কিবরিয়া চৌধুরী উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, তিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণেই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলা সত্য প্রকাশ থেকে তাঁকে পিছু হটাতে পারবে না।

স্টকমার্কেটবিডি.কম/আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *