জাহিন স্পিনিংয়ের শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ও রাইট শেয়ার ইস্যু

zahinনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেডের শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা করেছে। পাশাপাশি আসন্ন রাইট শেয়ার ইস্যুতে এজিএমের আহবান করেছে কোম্পানিটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গতকাল শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এদিকে, গত ১৬ জুলাইয়ে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভার সিদ্ধান্তের আলোকে ফেসভ্যালুতে রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন স্বাপেক্ষে জাহিন স্পিনিং (১:১) হারে অর্থাৎ ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করবে। কোম্পানিটি ১০ টাকা ফেসভ্যালুতে শেয়ার ইস্যু করবে। যার বাজার দর হবে ৯৮ কোটি ৫৫ লাখ ২৭ হাজার টাকা।

রাইটস ইস্যু করে কোম্পানিটি যা করবে :

১. বর্তমান ৭৬ কোটি ৬০ লাখ ২৭ হাজার টাকার প্রকল্পের সম্প্রসারণ ২. ওর্য়াকিং ক্যাপিটাল ১৫ কোটি টাকা ৩. ৫০ কোটি টাকার টার্ম লোনের পারসিয়াল রিপেমেন্ট ৪. রাইটস ইস্যু ব্যয় (আনুমানিক) ১ কোটি ৯৫ লাখ টাকা করা হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল ১৩ আগস্ট । ৯৮ কোটি টাকা ৫৫ লাখ ২৭ হাজার টাকায় পেইড আপ মূলধন শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা ৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এদিন ধানমন্ডীতে সকাল ৯টায় সুগন্ধা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে এজিএমটি।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *