টিআইবির বক্তব্যে বিএসইসির প্রতিবাদ

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্ট্রাটেজিক পার্টনার নেওয়ার ক্ষেত্রে কোনোরকম হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ বিষয়ে গত শুক্রবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে বিবৃতি দিয়েছে, সেটিকে দুঃখজনক বলে অভিহিত করেছে বিএসইসি। গত শনিবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই বক্তব্য তুলে ধরেছে বিএসইসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী হিসেবে কারা আবেদন করেছে সে সম্পর্কে বিএসইসি বিস্তারিত কিছু জানে না। কারণ এখনও তাদের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য পাঠায়নি ঢাকা স্টক এক্সচেঞ্জ। এমন অবস্থায় বিএসইসি কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থানে নেই। অথচ তাদের বিরুদ্ধে একটি পক্ষের হয়ে চাপ দেওয়ার অভিযোগ তুলেছে টিআইবি। এ অভিযোগ করার আগে তারা একবারের জন্য বিএসইসির সঙ্গে যোগাযোগ করেনি, তাদের বক্তব্য নেয়নি।

বিএসইসির বিরুদ্ধে টিআইবি যেসব অভিযোগ করেছে, তাকে আপত্তিকর বলে অভিহিত করেছে বিএসইসি।

উল্লেখ, স্টক এক্সচেঞ্জে মালিকানা থেকে ব্যবস্থাপনাকে আলাদা করার সঙ্গে জড়িত আইনের শর্ত অনুসারে স্টক এক্সচেঞ্জের ২৫ শতাংশ শেয়ার কৌশলগত বিনিয়োগকারীর কাছে বিক্রি করতে হবে। ডিএসই এই শেয়ার বিক্রি করার জন্য দরপত্র আহ্বান করলে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম ও চীনের সাংহাই স্টক এক্সচেঞ্জের নেতৃত্বে অপর একটি কনসোর্টিয়াম অংশ নেয়। ভারতীয় কনসোর্টিয়াম প্রতি শেয়ারের জন্য দর প্রস্তাব করেছে ১৫ টাকা আর চীনা কনসোর্টিয়াম দর দিয়েছে ২২ টাকা। এছাড়া চীনা কনসোর্টিয়াম প্রায় সাড়ে ৩শ’ কোটি টাকার কারিগরি সহায়তার প্রস্তাব করেছে।

অভিযোগ উঠেছে, কম দর দেওয়ার পরও ভারতীয় কনসোর্টিয়ামটি তদবির করছে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি তাদের পক্ষ নিয়ে ডিএসইকে চাপ দিচ্ছে। এর প্রেক্ষিতে শুক্রবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) শুক্রবার এক বিবৃতিতে বিষয়টির নিন্দা জানিয়েছে। গত শনিবার এক বিজ্ঞপ্তিতে এ অভিযোগ অস্বীকার করেছে বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *