ট্রেড শোতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে ভর্তুকি দিবে বিসিক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তিন দিনব্যাপী ট্রেড শোতে অংশ নিতে ইচ্ছুক রফতানিমুখী প্রতিষ্ঠানকে এন্ট্রি ফিয়ের ওপর ভর্তুকি দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

বিসিকের পরিচালক আলমগীর হোসেন (বিপণন ও নকশা) স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়, আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দুবাইয়ে ‘সুপার সোর্স দুবাই’ শীর্ষক ট্রেড শো অনুষ্ঠিত হবে। ইভেন্টের ৯ বর্গফুট বুথের জন্য তিন লাখ ৬২ হাজার টাকা অংশগ্রহণ ফি ধরা হয়েছে।

তবে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ব্যবসায় সহায়ক নীতিমালা অনুযায়ী অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে ভর্তুকি প্রদান করা হবে।

জানা যায়, যেসব প্রতিষ্ঠানের রফতানি আয় ১০ মিলিয়ন মার্কিন ডলার বা আরও বেশি তাদের ২০ শতাংশ হারে, যাদের রফতানি আয় ৫-১০ মিলিয়ন তাদের ৩৫ শতাংশ হারে, যাদের পাঁচ মিলিয়নের নিচে তাদের ৪৫ শতাংশ ও যাদের কোনো রফতানি আয় নেই তাদের ৫০ শতাংশ হারে ভর্তুকি প্রদান করা হবে।

অংশগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে বিসিকের নিবন্ধিত আগ্রহী উদ্যোক্তাদের আগামী ১৭ জুনের মধ্যে বিসিক অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *