ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সবগুলো সূচক বেড়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিন মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২২.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৮৮৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৭.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৯৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৪৬৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৬২ কোটি ৯০লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৭৭৪ কোটি ৮১ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২১৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩১টির, আর দর অপরিবর্তিত আছে ৩২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্স ফার্মা, পাওয়ার গ্রিড কোম্পানি, লংকা বাংলা ফাইন্যান্স, জেনেক্স ইনফোসিস, ন্যাশনাল পলিমার, ম্যাকসন স্পিনিং মিলস, আইএফআইসি ব্যাংক, শাহজিবাজার পাওয়ার কোম্পানি ও তিতাস গ্যাস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫৯.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৫৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১২৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১৮ কোটি ৫৯ লাখ টাকা। । গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছিল ১০১ কোটি ৩৭ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আইপিডিসি ও জেবিবি পাওয়ার কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *