ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের বড় উত্থানে লেনদেন কমেছে। তবে বেড়েছে কোম্পানির শেয়ারদর। সেখানে ৭৫৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এদিকে, এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায়ও লেনদেন বেড়েছে। এদিন সেখানে ৪৬ কোটি ৯৩ লাখ টাকা লেনদেন হয়েছে। এদিন বেড়েছে শেয়ারদর। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ সোমবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৫৮ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১০ কোটি ২৫ লাখ টাকা কম। গত রবিবার সেখানে ৭৬৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে প্রধান সূচক ২৪.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩০২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ০.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৯৭ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৬০টির, কমেছে ১২৯টির আর অপরিবর্তিত থাকে ৪২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে–  বিবিএস ক্যাবলস, কেয়া কসমেটিকস, লংকাবাংলা ফাইন্যান্স, আরএসআরএম স্টিল, সিএন্ডএ টেক্সটাইলস, ইফাদ অটোস, আইএফআইসি ব্যাংক, ফুয়াং ফুড, আইডিএলসি  ও  ফরচুন সুজ।

এদিকে, আজ সোমবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৬ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ৯ কোটি ৮১ লাখ টাকা বেশি। গতকাল রবিবার এই লেনদেন ৩৭ কোটি ১২ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯১.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ১৭০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিবিএস ক্যাবলস ও ব্যাংক এশিয়া ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *