ডিএসইতে ১২৩১ ও সিএসইতে ৩০ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৭০৩৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫২০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২৫৮৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১২৩১ কোটি ৭ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১২৪২ কোটি ৭৭ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২১টির, আর দর অপরিবর্তিত আছে ৪৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- ফরচুন সুজ, বেক্সিমকো লিমিটেড, রহিমা ফুড, বাংলাদেশ শিপিং করপোরেশন, ওরিয়ন ফার্মা, বেক্স ফার্মা, সোনালী পেপার এন্ড বোর্ড, সালভো কেমিক্যালস, ইয়াকিন পলিমার ও ইউনিক হোটেল লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০২.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৬০২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৮২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৯৯ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৬৫ কোটি ৫২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রংপুর ডেইরি ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *