ডিএসইতে ৫৫২ ও সিএসইতে ২৪ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ ৫৫২ কোটি টাকা ছাড়িয়েছে। দিনশেষে সেখানে লেনদেন কমলেও সূচক বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫২ কোটি ৬৪ লাখ টাকা। গত মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৭১৭ কোটি ১৫ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২২৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ০.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৬৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৪টির। আর দর অপরিবর্তিত আছে ৫৪টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, ওয়াটা কেমিক্যালস, ইনটেক লিমিটেড, সায়হাম কটন, ব্র্যাক ব্যাংক, কাট্টালী টেক্সটাইল, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, প্যারাসাউন্ট টেক্সটাইল ও সিলভা ফার্মা লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ২৮৪ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৯৯ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছে ২৭ কোটি ৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল প্যারামাউন্ট টেক্সটাইল ও কাট্টালী টেক্সটাইল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *