ডিএসইতে ৫৭২ ও সিএসইতে ৩৪ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেক বেড়েছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও সামান্য উত্থান হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৭২ কোটি ৪০ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৫২২ কোটি ৬৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৭৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৪৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯১৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৮টির। আর দর অপরিবর্তিত আছে ৫২টির দর।

দিন শেষে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – সিলকো ফার্মা, এসকে ট্রিমস, জেএমআই সিরিঞ্জ, বিবিএস ক্যাবলস, জেনেক্স ইনফ্রোসিস, আলিফ ইন্ডাস্ট্রিজ, ফাস ফাইন্যান্স, ইষ্টার্ণ হাউজিং, পিপলস ইন্স্যুরেন্স ও সিঙ্গার বিডি লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৭৬৯ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ১৯ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ২২ কোটি ১৪ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল সিলকো ফার্মা ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *