ডিএসইতে ৬৪৮ ও সিএসইতে ৩২ কোটি টাকা লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪৮ কোটি টাকা। এদিন সেখানে সূচকের পতন লক্ষ করা গেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচকের পতন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৪৮ কোটি ২২ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৮১৮ কোটি ৩৯ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৮.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১২২৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৭.৭৫পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৮৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৮ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০০টির। আর দর অপরিবর্তিত আছে ৩৬টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিবিএস ক্যাবলস, ইফাদ অটোস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ড্রাগন সোয়েটার, লংকা বাংলা ফাইন্যান্স, আমান কটন, রহিমা ফুডস, সায়হাম টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার ও স্কয়ার ফার্মা লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫১.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ১৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৫২টির ও দর অপরিবর্তিত রয়েছে ২২টির।

এদিন লেনদেন হয়েছে ৩২ কোটি ৭৬ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৫০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিএটিবিসি ও বিবিএস ক্যাবলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *