ডিএসই ও সিএসইতে লেনদেন কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৪৯০ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে কমেছে। এদিন লেনদেনের সাথে সাথে সূচকের পতন হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন সামান্য কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯০ কোটি ২৯ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৫৩১ কোটি ৬৭ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২১১৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪০ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৮টির। আর দর অপরিবর্তিত আছে ৫৩টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –বেক্সিমকো লিমিটেড, বিডি থাই অ্যালুমিনিয়াম, স্কয়ার ফার্মা, গ্রামীন ফোন, ইউনাইটেড পাওয়ার, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, কুইন সাউথ, নাভানা সিএনজি ও ইফাদ অটোস লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৬১৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১০৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

এদিন লেনদেন হয়েছে ২১ কোটি ৯২ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ২২ কোটি ৫৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড ।

স্টকমার্কেটবিডি.কম//এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *