ডিএসইতে ২৯৮ ও সিএসইতে ১১ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকের বড় পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৮ কোটি ৬১ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৩৪৪ কোটি ২৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬২.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৯৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২০.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৩৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১৭টির। আর দর অপরিবর্তিত আছে ৪৪টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, মুন্নু সিরামিকস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল টিউবস, ন্যাশনাল পলিমার, ইন্দো বাংলা ফার্মা, গ্রামীনফোন লিমিটেড ও এস্কোয়ার নিট কম্পোজিট লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৮.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৮৬৯ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৫৮ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ১৮ কোটি ১ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল ডরিন পাওয়ার ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *