পতনের প্রতিবাদে ডিএসইর সামনে অনশনে বিনিয়োগকারীরা

20190429_121255-230x130স্টমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার পতনের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে অনশনে বসেছে বিনিয়োগকারীরা। এসময় তারা শেয়ারবাজারকে স্থিতিশীল করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সোমবার বেলা ১১ টায় পুর্বঘোষিত এই অনশন কর্মসূচী শুরু করেন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীরা বলেন, অর্থমন্ত্রী শেয়ারবাজার সম্পর্কে সব বুঝেন। অথচ শেয়ারবাজার সম্পর্কে বিভিন্ন সময় অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এই এসময় ডে-নিটিং, শর্ট সেল আইন করা হলে শেয়ারবাজার ক্ষতি সম্মুখীন হবে।

আইসিবি, বাংলাদেশ ব্যাংকের ভুল সিদ্ধান্তের কারণে পুঁজি হারিয়ে জীবন দিতে হবে বিনিয়োগকারীদের। তাদের প্রশ্ন সরকারের ভুল সিদ্ধান্তে কেন নিরীহ বিনিয়োগকারীদের জীবন দিতে হবে।

তারা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, একমাত্র আপনিই পারেন শেয়ারবাজারকে বৎরক্ষা করতে। শেয়ারবাজার বাঁচলে দেশ বাঁচবে, বাঁচব আমরা।

বেলা আড়াইটায় ঘটনাস্থলে আসেন সাংসদ রাশেদ খান মেনন। তিনি এসে অনশনরত বিনিয়োগকারীদের ফলের জুস পান করিয়ে এই অনশন ভাঙ্গেন।

স্টমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *