ঢাবির বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংস্কারে এনআরবিবি ব্যাংকের অনুদান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংস্কারে ৬ লাখ টাকার অনুদান প্রদান করেছে এনআরবিসি ব্যাংক। সম্প্রতি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. নাজমুন নাহারের হাতে অনুদানের চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। এদিকে, ব্রেন টিউমারে আক্রান্ত ঢাকা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের মেধাবী শিক্ষার্থী আল আমিনের চিকিৎসা সহায়তায় ৫ লাখ টাকার অনুদান প্রদান করেছে এনআরবিসি ব্যাংক।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া, কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিবসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। চেয়ারম্যান এসএম পারভেজ তমাল বলেন, এনআরবিসি ব্যাংক শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। এজন্য, শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান করেছে। এছাড়া, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের চিকিৎসা সহায়তায় এনআরবিসি ব্যাংক সবসময় পাশে থাকে।

এনআরবিসি ব্যাংকের সেবাকেন্দ্রেগুলোতে বর্তমানে কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা প্রায় ৫,৯২৬ যার মধ্যে স্থায়ী ২,১০০, চুক্তিভিত্তিক জনবল ১,৬১৯। সিকিউরিটি গার্ড এবং সাপোর্ট স্টাফের সংখ্যা প্রায় ২,২০৭ জন। এর মধ্যে প্রায় ৩৬% শতাংশই নারী। ফলে নারীদের অংশগ্রহণমূলক নের্তৃত্ব নিশ্চিত করছে এনআরবিসি ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *