দর বৃদ্ধির শীর্ষে অলিম্পিক এক্সেসরিজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪৪.৬৪ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ২৫ কোটি ৭৩ লাখ ১৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৪৩ লাখ ২৯ হাজার  টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৪৩ দশমিক ৯৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২২৯ কোটি ৬ লাখ ১৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫৭ কোটি ২৬ লাখ ৫৪ হাজার

কে এন্ড কিউ গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৪ দশমিক ৫০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬ কোটি ৯২ লাখ ২৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৭৩ লাখ ৭ হাজার  টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল টি, ইন্টারন্যাশনাল লিজিং, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, অ্যাটলাস বাংলাদেশ, ফ্যাস ফিন্যান্স, আনোয়ার গ্যালভানাইজিং ও মতিন স্পিনিং মিলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *