দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৪১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ১ কোটি ৬২ লাখ ৫ হাজার ৭টি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় স্থানে উঠে আসা লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫৩ কোটি ৮ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে এনআরবিসি ব্যাংক লিমিটেড ৪৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ব্যাংকের ৪৩ কোটি ৩১ লাখ, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ৩৬ কোটি ৯ লাখ, বিএসসিসিএলের ৩৫ কোটি ৭০ লাখ, সাইফ পাওয়ারটেকের ৩৫ কোটি ৬৩ লাখ, কনফিডেন্স সিমেন্টের ৩৩ কোটি ১৭ লাখ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৩০ কোটি ৯৮ লাখ ও বিএটিবিসি লিমিটেডের ২৫ কোটি ৮৭ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *