দিনশেষে সূচকের সাথে লেনদেন অনেকটা কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে অনেকটা কম হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৫২৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪২৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২৩৫৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৩৬০ কোটি ৭৪ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৬৯১ কোটি ৫৬ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৫টির, আর দর অপরিবর্তিত আছে ১৩৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং করপোরেশন, জেএমআই হসপিটাল রিকুইজিটি, নাহি এলুমিনাম কম্পোজিট প্যানেল, লাফার্জ হোলসিম বিডি, শাইনপুকুর সিরামিকস, ইষ্টার্ণ হাউজিং, আইএফআইসি ব্যাংক ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬১.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ১৯৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ৮১টির ও দর অপরিবর্তিত রয়েছে ১১০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি ৯২ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছিল ৪১ কোটি ৪২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *